
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
তিনি বলেন, দেশের প্রায় ৪৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী সরকারি অনুদানে কাজ করলেও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিনের এই দাবি পূরণ হচ্ছে না।
সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাড়িভাড়া-চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবি তুলে ধরেন।
তিনি জানান, ২০০২ খ্রিষ্টাব্দে আলোচনার মাধ্যমে শিক্ষক নেতাদের দাবির প্রতি প্রধানমন্ত্রীর সম্মতি থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষকরা সামাজিকভাবে অবমূল্যায়নের শিকার হচ্ছেন।
এ সময় সংগঠনের মহাসচিব জাকির হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।